শিক্ষার্থীরা জানান, সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়া হলেও এখনো জারি হয়নি কোনো অধ্যাদেশ। তারা দাবি করেন, আজই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ এর অধ্যাদেশ জারি করতে হবে।
আরও পড়ুন:
এছাড়া, খসড়ার কিছু বিষয়ে মতভেদ থাকায় তা নিরসনেরও দাবি জানান তারা। শিক্ষার্থীরা বলেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলেও, যদি পরিস্থিতি উত্তপ্ত হয়, তার দায় তারা নেবেন না।
তাদের হুঁশিয়ারি শিক্ষা উপদেষ্টার কাছ থেকে সরাসরি বার্তা এবং লিখিত সময়সীমা না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।
এদিকে, পুলিশের অনুরোধ শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন, সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। তবে সকাল থেকেই নিরাপত্তা জোরদার করে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।





