রাজনৈতিক সভায় অংশ নিতে শিক্ষার্থীদের ‘বাধ্য’, প্রতিবাদে বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন

শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: এখন টিভি
4

গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির মতবিনিময় সভায় জোরপূর্বক শিক্ষার্থীদের অংশগ্রহণে বাধ্য করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ (রোববার, ৩০ নভেম্বর) গাজীপুরের আজিমউদ্দিন কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উত্তেজিত হয়ে প্রধান শিক্ষকের রুমের একপাশে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা।

জানা গেছে, গত বুধবার (২৬ নভেম্বর) কলেজ মাঠে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, আজিমউদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রনি মিয়ার নেতৃত্বে বুধবার ক্লাস বাতিল করে সভায় অংশ নিতে বাধ্য করেছিল কলেজ কর্তৃপক্ষ। শারীরিকভাবে অসুস্থ নারী শিক্ষার্থীকেও বাসায় যেতে না দিয়ে জোরপূর্বক সভায় বসিয়ে রাখা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ ও ছাত্রদল নেতা রনি মিয়ার বহিষ্কারের দাবিসহ ৪ দফা দাবি তুলে ধরেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুন:

এদিকে জোরপূর্বক শিক্ষার্থীদের রাজনৈতিক মতবিনিময় সভায় অংশগ্রহণে বাধ্য করার বিষয়টি অস্বীকার করেছেন আজিমউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ অহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘এম মঞ্জুরুল করিম রনির বাবা প্রয়াত মেয়র অধ্যাপক এম এ মান্নান একসময় এই কলেজের শিক্ষক ছিলেন। তার ছেলে এম মঞ্জুরুল করিম রনি বিএনপির মনোনয়ন পাওয়ার পর কলেজ পরিদর্শনে এসেছিলেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে দোয়া নিয়েছেন। বিষয়টি নিয়ে অযথা বাড়াবাড়ি করা হচ্ছে।’

ইএ