হুঁশিয়ারির পরও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অনড় প্রাথমিকের শিক্ষকরা

কুমিল্লার মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
কুমিল্লার মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় | ছবি: এখন টিভি
0

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে কর্মসূচিতে অনড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) সকাল থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।

প্রতিদিনের মতো আজও স্কুলে উপস্থিত হয় শিক্ষার্থীরা। বার্ষিক পরীক্ষার জন্য ক্লাসরুমে বসে থাকতে দেখা যায় তাদের। তবে সহকারী শিক্ষকরা কাজে যোগ না দেয়ায় পরীক্ষা অনুষ্ঠিত হয়নি অনেক বিদ্যালয়ে।

আরও পড়ুন:

কুমিল্লা-ময়মনসিংহসহ কোনো কোনো এলাকায় প্রধান শিক্ষককে পরীক্ষা নিতে দেখা যায়। তবে, বেশিরভাগ বিদ্যালয়ে বন্ধ ছিলো পরীক্ষাগ্রহণ। পরীক্ষা না হওয়ায় অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে যায়। বার্ষিক পরীক্ষা না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।

এদিকে কাজে যোগ না দিলে শিক্ষকদের বিরুদ্ধে মন্ত্রণালয় ফৌজদারি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেও এতে কোনো কাজ হয়নি।

এফএস