শিক্ষা
0

এইচএসসি পরীক্ষা শুরু করতে দেরি হলে সময় সমন্বয়ের সিদ্ধান্ত

বৃষ্টি আর যানজটের ভোগান্তির মধ্যদিয়ে সারাদেশে শেষ হলো এইচএসসির প্রথমদিনের পরীক্ষা। যদিও রাজধানীতে বৃষ্টির কারণে কেন্দ্রে আসতে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক পরীক্ষার্থীকে। এমন পরিস্থিতিতে কোনো কেন্দ্রে পরীক্ষা শুরু করতে দেরি হলে সময় সমন্বয়ের সিদ্ধান্ত জানায় শিক্ষাবোর্ড।

রিকশা থেকে নেমেই একরকম দৌড়ে কেন্দ্রে প্রবেশের তাড়া শিক্ষার্থীদের। এতে অভিভাবকের উৎকণ্ঠা বাড়ছে। কারণ ইতোমধ্যে শুরু হয়ে গেছে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা।

এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই বৃষ্টির বাগড়া। পূর্বাভাস ছিল আবহাওয়া অধিদপ্তরেরও। ধীরে ধীরে বাড়তে থাকে বৃষ্টি। আর যানজটে অনেক পরীক্ষার্থী -অভিভাবকের কেন্দ্রে আসতে পড়তে হয় ভোগান্তিতে।

এক অভিভাবক বলেন, 'আমি যানজটে আটকে ছিলাম। তাই বাস থেকে নেমে সিএনজি নিতে হয়েছে। তারপর আবার রিকশা নিতে হলো। এরপরও ১০ মিনিট দেরি হয়ে গেছে।'

তবে জলজট, যানজটের কারণে কোনো কেন্দ্রে পরীক্ষা শুরু করতে দেরি হলে সেই কেন্দ্রের পরীক্ষার সময় সমন্বয় করার ঘোষণা আসে শিক্ষাবোর্ড থেকে।

বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, 'যানজট বা জলাদ্ধতার জন্য যদি কোনো কেন্দ্রে পরীক্ষা শুরু করতে দেরি হয়। তাহলে সময় সমন্বয় করা হবে। যদি কেউ ৩০ মিনিট পরে পরীক্ষা শুরু করে; তাহলে সে ৩০ মিনিট পর খাতা জমা দিবে। এ ধরণের নির্দেশনা দেওয়া হয়েছে।'

এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য শিক্ষার্থীরা সময় পেয়েছে মাত্র ১৮ মাস। তাই দাবি থাকলেও পরীক্ষা না পিছিয়ে এবারও নেয়া হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে। এবার সারাদেশে ১১টি শিক্ষাবোর্ডের অধীনে সাড়ে ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

তবে বন্যার কারণে পুরো সিলেট শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের শুধু সিলেট বিভাগের চারটি জেলা এবং মাদ্রাসা বোর্ডের অধীনে সিলেট বিভাগের ২৬টি কেন্দ্রে ৮ জুলাই পর্যন্ত আলিম পরীক্ষা স্থগিত থাকছে।