ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ ২৫ কিলো‌মিটার যানজট

যমুনা সেতুর সংযোগ সড়কে যানবাহনের চাপ
যমুনা সেতুর সংযোগ সড়কে যানবাহনের চাপ | ছবি: এখন টিভি
0

অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃ‌ষ্টি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে ঘারিন্দা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হ‌য়।

এতে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের জন্য এই যানজট অসহনীয় হয়ে দাঁড়িয়েছে।

রাজশাহীর সুলতান বলেন, 'যেখানে ৫ ঘণ্টায় বাড়ি যেতে পারি। আজকে ১৩ ঘণ্টায়ও টাঙ্গাইল সদর উপজেলা ছাড়তে পারলাম না। গরমে প্রচুর কষ্ট হচ্ছে।'

পাবনার রাসেল মিয়া বলেন, '৪০০ টাকার ভাড়া ১ হাজার টাকা দিয়ে বাড়ি যাচ্ছি। এতে খুব কষ্ট হচ্ছে।'

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ এখন টিভিকে বলেন, ‘যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়‌কে পুলিশ কাজ করছে। আশা করছি, দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।’

সেজু