এতে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের জন্য এই যানজট অসহনীয় হয়ে দাঁড়িয়েছে।
রাজশাহীর সুলতান বলেন, 'যেখানে ৫ ঘণ্টায় বাড়ি যেতে পারি। আজকে ১৩ ঘণ্টায়ও টাঙ্গাইল সদর উপজেলা ছাড়তে পারলাম না। গরমে প্রচুর কষ্ট হচ্ছে।'
পাবনার রাসেল মিয়া বলেন, '৪০০ টাকার ভাড়া ১ হাজার টাকা দিয়ে বাড়ি যাচ্ছি। এতে খুব কষ্ট হচ্ছে।'
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ এখন টিভিকে বলেন, ‘যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। আশা করছি, দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।’