ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে যুবদের জন্য ফাউন্ডেশনের পানি সরবরাহ

যুবদের জন্য ফাউন্ডেশনের পক্ষে পানি দেয়া হচ্ছে
যুবদের জন্য ফাউন্ডেশনের পক্ষে পানি দেয়া হচ্ছে | ছবি: এখন টিভি
2

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজটে আটকে ভোগান্তির শিকার হওয়া ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে বিনামূল্যে পানি সরবরাহ করলো যুবদের জন্য ফাউন্ডেশন নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ (বৃহস্পতিবার, ৫ জুন) দিনব্যাপী মহাসড়কের রাবনা বাইপাস, নপৌলি, রসুলপুর ও এলেঙ্গা এলাকায় ঘরমুখো মানুষের মাঝে পানি সরবরাহ করে সংগঠনটি।

বিনামূল্যে পানি পেয়ে খুশি ঘরমুখো মানুষেরা। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। বগুড়ার সুলতান বলেন, ‘আজকে ২০ টাকার পানি ৩০ টাকায় কিনে খেয়েছি। এখানে বিনামূল্যে পানি পেয়ে অনেক উপকার হলো।’

সিরাজগঞ্জের সুলতান মিয়া বলেন, ‘তিন ঘণ্টা যাবত আমার তৃষ্ণা পেয়েছিল। গাড়ি থেকে নামতে না পারায় পানি কিনতে পারিনি। এখানে বিনামূল্যে পানি পেয়ে খুব খুশি।’

সংগঠনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ জানান, উত্তর-পশ্চিমাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ ঈদে এ মহাসড়ক হয়ে বাড়ি ফিরে। ঈদে তীব্র যানজটে ঘরমুখো মানুষের তৃষ্ণা নিবারণের জন্য আমাদের এ উদ্যোগ। ঈদের আগের দিন পর্যন্ত মহাসড়কে যানজট থাকা সাপেক্ষে পানি বিতরণ করা হবে বলে জানান তিনি।

এএইচ