চুক্তি
অর্থনীতি

প্রতি ইউনিট বায়ু ১৩.৫২ ও সৌর বিদ্যুতের দাম ১১ টাকা নির্ধারণ

সাতক্ষীরা জেলায় ১০০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র এবং নোয়াখালী সদর উপজেলায় ১০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি।

চুক্তি অনুযায়ী, প্রতি কিলোওয়াট ঘণ্টা বায়ু বিদ্যুতের দাম ১৩.৫২৫ টাকা এবং সৌর বিদ্যুতের প্রতি কিলোওয়াট ঘণ্টায় ১১.০১৭ টাকা দাম দিতে হবে। ২০ বছর ধরে এই দরে বিদ্যুৎ ক্রয় করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটিতে মোট ১৯টি ক্রয় প্রস্তাব অনুমোদন হয়। অনুমোদিত প্রস্তাবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশেন-বিপিসির জন্য ৮ লাখ টন এরাবিয়ান লাইট ক্রুড, ৭ লাখ টন মারবান গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল এবং ১৫ লাখ ৬৫ হাজার মেট্রিকটন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে।

এতে খরচ হবে ২৫ হাজার ৮১৫ কোটি টাকারও বেশি অর্থ। এছাড়া মরক্কো থেকে ২য় লটে ৩০ হাজার মেট্রিকটন টিএসপি সার ১৩২ কোটি ৬৩ লক্ষ ৪০ হাজার ৫০০ টাকায় আমদানির প্রস্তাব ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। টিসিবির জন্য প্রায় ৯০ লাখ লিটার সয়াবিন ও রাইস ব্র্যান তেল আমদানিরও অনুমতি দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

এমএসএ
আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর