নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

মৃত রোজিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে
মৃত রোজিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের শ্বশুর আক্কাস আলী জানান, পরিবার নিয়ে দীর্ঘদিনযাবৎ আড়াইহাজার উপজেলার ছোট বিনাইরচর এলাকার শফির বাড়িতে ভাড়া থকেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তার নাতনী সুরভি (১৬) বাড়ির ছাদে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এসময় মেয়েকে বাচাতে মা রোজিনা (৩৫) এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাদের বাচাতে সুরভীর দাদি মাসুদা বেগম এগিয়ে গেলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরেন।

আরও পড়ুন:

স্বজন ও এলাকাবাসী তাদের তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

মেয়ে সুরভীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এসএস