আজ (সোমবার, ২০ অক্টোবর) রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, ‘ইউনিটগুলো চালুর জন্য সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। এক নম্বর ইউনিটটি আগামী এক সপ্তাহের মধ্যে চালু করা যাবে। আর তিন নম্বর ইউনিটটি চালুর প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু এখন আরও বেশ কিছু সমস্যা রয়েই গেছে। ফলে এ ইউনিটের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
আরও পড়ুন:
প্রধান প্রকৌশলী বলেন, ‘২০২০ সাল থেকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রের তিন নম্বর ইউনিটটি বন্ধ করে দেয়া হয়। সবশেষ রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিটের বয়লারের টিউব লিক করে। ফলে ওই ইউনিটটি বন্ধ করে দেয়া হয়। সবশেষ ওই ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিলো।’
সব ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে এ কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না বলেও জানান তিনি। এতে করে দেশের উত্তরাাঞ্চলের জেলাগুলোয় লোডশেডিংয়ের আশঙ্কা করা হচ্ছে।





