২০২০ সালের ৩০ ডিসেম্বর নির্মাণাধীন ভূঞাপুর-তারাকান্দি সড়ক থেকে ২১৭টি বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য বিদ্যুৎ বিভাগকে প্রায় এক কোটি ৬০ লাখ টাকার চেক দেয় সড়ক ও জনপথ বিভাগ। পরবর্তীতে বিদ্যুৎ বিভাগ ৯৮টি খুঁটি সরালেও রহস্যজনক কারণে ১১৯টি খুঁটি এখনো অপসারণ ও স্থানান্তর হয়নি।
স্থানীয়রা জানান, কর্তৃপক্ষের গাফিলতিতে বিদ্যুতের খুঁটি অপসারণ না হওয়ায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্যেও, ঘটছে দুর্ঘটনা।
দুই বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণেই বিদ্যুতের খুঁটি অপসারণ ও স্থানান্তর হচ্ছে না বলে অভিযোগ নাগরিক সমাজের।
আরও পড়ুন:
সুজন সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘জনগণের দুর্ভোগ, দুর্ঘটনা কমাতে হলে খুঁটি অপসারণ করা ছাড়া আর কোনো বিকল্প আছে বলে মনে হয় না।’
এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি বিদ্যুৎ অফিসের প্রকৌশলী। আর ব্যবস্থা নেয়া তো দূরে থাক উল্টো বিদ্যুৎ বিভাগের পক্ষ নিয়ে কথা বলছে সড়ক বিভাগ।
টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘অবহেলার বিষয় বা কাজ কতুটুকু হয়েছে এটি চূড়ান্ত করে বলার সময় আসেনি। আমরা যোগাযোগ করছি। যাচাই বাছাই করেই এ বিষয়ে কথা বলতে পারব।’





