শিল্প-কারখানা
অর্থনীতি
0

গাজীপুরে কারখানায় ভাঙচুরের চেষ্টা, আটক ৮

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় ভাঙচুরের চেষ্টার অভিযোগে আটজনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ (সোমবার, ৩০ সেপ্টেম্বর) বিকেলে কোনাবাড়ী থানাধীন আমবাগ পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাইম উদ্দিন।

আটককৃতরা হলেন সজিব (২২), আলাউদ্দিন (২০), মঞ্জু (৩১), সম্রাট (২২), মোশাররফ হোসেন (২০), শাকিল (২৩), হৃদয় মন্ডল (২২) এবং মোয়াজ্জেম আলী (১৯)। তাদেরকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এসআই তাইম উদ্দিন জানান, সোমবার দুপুরে এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে। পরে তারা কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়ক অবরোধ করে পাশের পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানার সামনে গিয়ে ভাঙচুরের চেষ্টা চালায়।

খবর পেয়ে শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ভাঙচুর চেষ্টার অভিযোগে আটজনকে আটক করা হয়।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর