'ভারতের ট্রান্সশিপমেনট বাতিলে সমস্যা হবে না, নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করবো'

'ভারতের ট্রান্সশিপমেনট বাতিলে সমস্যা হবে না, নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করবো' | এখন টিভি
0

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে যাতে রপ্তানি ও বাণিজ্যে কোনো ধরনের সমস্যা হয়, সেদিক বিবেচনা করে দ্রুত তৃতীয় দেশগুলোয় সরাসরি পণ্য রপ্তানির দিকে যাচ্ছে সরকার। আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত বাড়তি শুল্ক স্থগিতে বাংলাদেশের জন্য ভালো খবর, যা বাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলেও মনে করেন উপদেষ্টা।

সচিবালয়ে এসব বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান উপদেষ্টা। তিনি জানান, প্রতিবেশি দেশটি থেকে হঠাৎ ট্রান্সশিপমেন্ট বাতিলের পরপরই সিভিল অ্যাভিয়েশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘হঠাৎ করে ট্রান্সশিপমেনট বাতিল করেছে ভারত। সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করবো। বাণিজ্যিক সক্ষমতা বাড়াবো।’

বাণিজ্য ও রপ্তানি প্রতিযোগিতায় টিকে থাকতে সরাসরি বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির সরকারি সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর বাংলাদেশ নিজস্ব ব্যবস্থাপনায় তৃতীয় দেশগুলোয় রপ্তানি সক্ষমতা অর্জনের পরিকল্পনা নিয়েছে।’

আরো পড়ুন:

উপদেষ্টা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিতের ঘোষণা দেশ দু'টির মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোসহ শুল্ক সংকট সমাধানে সহায়ক হবে।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক তিনমাস স্থগিত করায় তা তাৎক্ষণিক সুরক্ষা দেবে। আলোচনার সময় আরো পাচ্ছি। সাময়িক স্থগিতাদেশ দিয়েছে, তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যে ঘাটতি কমানোর নানা পদক্ষেপ নিতে পারবো।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক ঘোষণা তিন মাস স্থগিত করায় দুই দেশের মধ্যে শুল্ক সমস্যা সমাধান সহজতর হবে।’

এসএস