আজ (মঙ্গলবার, ২৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব পেয়েছে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও শ্রমবাজার ইস্যু। আজারবাইজানের অভ্যন্তরীণ শক্তিশালী যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত হতে চায় ঢাকা। সঙ্গে বাকু হয়ে বাণিজ্য বাড়াতে চায় মধ্য এশিয়া ও রাশিয়ার সঙ্গে। তাই ঢাকা বাকু সরাসরি ফ্লাইট চলাচল প্রাধান্য পাচ্ছে বাংলাদেশের আলোচনায়।
বাণিজ্য বাড়াতে প্রাধান্য দিচ্ছে আজারবাইজান। তারা প্রযুক্তি বিনিময়, আইসিটি সেক্টরে সহযোগিতা এবং শিক্ষার বিষয়ে আগ্রহী।
পলিটিক্যাল কনসালটেশন শেষে আজারবাইজানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ করার কথা রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও।