প্রজ্ঞাপনে বলা হয়, ৮ কর্মঘণ্টা বা ব্যাংকের লেনদেনের সময়ের মধ্যে সব বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য দিতে হবে।
তিনদিন বন্ধ ও কয়েক দিন সীমিত সময়ে অফিস ও ব্যাংকের কার্যক্রম চলার পর আজ থেকে স্বাভাবিক সময়সূচিতে অফিস ও ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) হালনাগাদ সময়সূচি মেনে চলারও নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে হঠাৎ করে দেশের রেমিট্যান্স প্রবাহে ভাটার টান পড়েছে। ব্যাংক বন্ধ থাকার কারণে গত ৯ মাসের ধারাবাহিক অর্জন জুলাইয়ে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ গত বছরের অক্টোবর মাস থেকে প্রতি মাসে দুই বিলিয়ন ডলার বা তার চেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। কিন্তু চলতি জুলাই মাসের ২৭ দিনে ১৫৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।