অর্থনীতি
0

আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকের ন্যূনতম বয়স হবে ৩০ বছর

ফাইন্যান্স বা আর্থিক কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হতে ন্যূনতম ৩০ বছর বয়স হতে হবে বলে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ফাইন্যান্স–কোম্পানির পরিচালনা পর্ষদ গঠন এবং পরিচালকদের দায়িত্ব ও কর্তব্যসংক্রান্ত এক পরিপত্রে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়েছে, আর্থিকপ্রতিষ্ঠানগুলোর পরিচালক পদের মেয়াদ হবে তিন বছর। এছাড়াও কোনো পরিচালক টানা তিন মেয়াদ বা ৯ বছরের অধিক থাকতে পারবেন না। পরিচালক হতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইন অনুযায়ী, নূন্যতম ২ শতাংশ শেয়ারধারণও থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের জারি করা ১৮ পৃষ্ঠার এই নীতিমালায় পরিচালকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্স-কোম্পানির পরিচালক পদে নিযুক্ত হওয়ার জন্য যেসব যোগ্যতা ও উপযুক্ততা নির্ধারণ করেছে, তার মধ্যে রয়েছে অন্যূন ১০ (দশ) বছরের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা। অভিজ্ঞতা সম্পর্কে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তির বয়স ১৮ (আঠারো) বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার কোনো কাজের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হবে না।

এসএস