অর্থনীতি
0

ঘরে ঘরে উদ্যোক্তা তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার

ঘরে ঘরে উদ্যোক্তা তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘শুধু তরুণ তরুণীরাই নয়, বয়স্কদেরকেও কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নিতে হবে।’ আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ (বুধবার, ১ জানুয়ারি) সকালে পূর্বাচলে ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এবার আটটি দেশের ৩শ'রও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

ড. ইউনূস উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘মেলার উদ্দেশ্যেই হলো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করা।’

সরকারি পৃষ্টপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।’

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা সেখ বসিরউদ্দিন বলেন, ‘বাজার সিন্ডিকেটের দুর্বৃত্তায়ন বন্ধ করা হবে।’

রমজানে সকল নিত্যপণ্যের দাম কবে আসবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

ইএ