অর্থনীতি
0

'দেশের আর্থিক খাত বহুগুণ এগিয়েছে, তবে যতটুকু যাওয়া প্রয়োজন ছিল তা যায়নি'

দেশের আর্থিক খাত বহুগুণ এগিয়েছে, তবে যতটুকু যাওয়া প্রয়োজন ছিল তা যায়নি। কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যত্যয় ঘটায় তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আজ (রোববার, ২৯ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, 'আর্থিক খাত না আগানোর পেছনে সংশ্লিষ্ট সবাই দায়ী। তবে ব্যাংক খাত সামনে এগিয়ে যাবে। সেক্ষেত্রে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সবাইকে কাজ করতে হবে। ব্যাংকিং খাতে প্রশিক্ষণের মাধ্যমে পরিচালকদের দক্ষতা ও নৈতিকতায় উদ্বুদ্ধ করতে হবে। তা না থাকলে এ খাতের পরিবর্তন আসবে না।' সেই সাথে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে না পারলে আর্থিক খাতের ক্ষত বাড়বে বলে জানান তিনি।

এছাড়া ব্যাংকিং খাতের নতুন চ্যানেল জলবায়ু ফাইন্যান্সিং , প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে হবে। ব্যাংকিং খাতে আন্তর্জাতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

ইএ