আজ (শুক্রবার, ২১ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের ৬৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন।
এসময় উপদেষ্টা আরো বলেন, ২৫ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় এসি না চালাতে জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে। এটি করা হলে ২ থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে, যাতে রমজানে লোডশেডিং এড়ানো সহজ হবে।
আরো পড়ুন:
বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. ফারুখ হোসেন, সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্টের প্রকল্প পরিচালক মো. তানভীর রহমান প্রমুখ।