গ্রেপ্তারকৃতরা হলেন বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপায়ণ চাকমা (৪৩), সহকারী শিক্ষিকা নুর আয়শা বেগম (৩৫) এবং মাচালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিন্টু চাকমা (৪৫)।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার ওই তিন শিক্ষককে হাতেনাতে আটক করে সাজেক থানা পুলিশে সোপর্দ করেন।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান ও সাজেক থানার ওসি কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজেক থানার ওসি কানন সরকার জানিয়েছেন, আজ পরীক্ষা চলাকালীন কেন্দ্রে শিক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে ৩ শিক্ষককে আটক করে সাজেক থানায় হস্তান্তর করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার। এবিষয়ে সংশ্লিষ্ট আইনে আটক ৩ শিক্ষকের বিরুদ্ধে আজ সাজেক থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান বলেন, 'পরীক্ষাকেন্দ্রে ওই তিন শিক্ষক শিক্ষার্থীদের নকল সরবরাহ করছিলেন। এসময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার তাদের আটক করে সাজেক থানায় হস্তান্তর করেন।'