পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে রাঙামাটিতে ৩ শিক্ষক গ্রেপ্তার

এসএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে রাঙামাটিতে ৩ শিক্ষক গ্রেপ্তার
এসএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে রাঙামাটিতে ৩ শিক্ষক গ্রেপ্তার | এখন
0

রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে আটক ৩ শিক্ষকের বিরুদ্ধে সাজেক থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপায়ণ চাকমা (৪৩), সহকারী শিক্ষিকা নুর আয়শা বেগম (৩৫) এবং মাচালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিন্টু চাকমা (৪৫)।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার ওই তিন শিক্ষককে হাতেনাতে আটক করে সাজেক থানা পুলিশে সোপর্দ করেন।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান ও সাজেক থানার ওসি কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজেক থানার ওসি কানন সরকার জানিয়েছেন, আজ পরীক্ষা চলাকালীন কেন্দ্রে শিক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে ৩ শিক্ষককে আটক করে সাজেক থানায় হস্তান্তর করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার। এবিষয়ে সংশ্লিষ্ট আইনে আটক ৩ শিক্ষকের বিরুদ্ধে আজ সাজেক থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান বলেন, 'পরীক্ষাকেন্দ্রে ওই তিন শিক্ষক শিক্ষার্থীদের নকল সরবরাহ করছিলেন। এসময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার তাদের আটক করে সাজেক থানায় হস্তান্তর করেন।'

ইএ