রাঙামাটির বাঘাইছড়িতে ভারতীয় সিগারেট জব্দ

0

রাঙামাটির বাঘাইছড়িতে ৯০ হাজার টাকা মূল্যের ৬০ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বাঘাইহাট সেনা জোন। স্থানীয় পাহাড়ি চোরাকারবারিরা ভারত সীমান্তের সাজেকের উদয়পুর হতে এসব সিগারেট বাঘাইছড়ি নিতে মজুদ করেছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আজ (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বঙ্গলতলী এলাকায় এসব সিগারেট জব্দ করে বাঘাইহাট জোনের সদস্যরা।

অভিযানে ৬০ কার্টুন অবৈধ ভারতীয় 'প্যাটরন' ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়। বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. খায়রুল আমিন (পিএসসি) ভারতীয় সিগারেট জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঘাইহাট জোন জানিয়েছে, কয়েকজন স্থানীয় চোরাকারবারি পাহাড়ি যুবক সাজেকের উদয়পুর ভারত সীমান্ত হতে এসব ভারতীয় সিগারেট আনা হয়েছে। সেনাবাহিনীর নিরাপত্তা চৌকি ফাঁকি দিয়ে এসব সিগারেট বাঘাইছড়ি পাচার করতে মজুদ করা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনা সদস্যরা এসব সিগারেট উদ্ধার করে।

অভিযানে নেতৃত্ব দেন বাঘাইহাট জোনের আওতাধীন করেঙ্গাতলী ক্যাম্প হতে বঙ্গলতলী এলাকায় লেফটেনেন্ট খান আব্দুস সালাম। এসময় অবৈধ পাচারকারী চক্র ৬০ কার্টুন সিগারেট পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে এসব সিগারেট উদ্ধার করা হয়েছে। স্থানীয়ভাবে এসব সিগারেটের বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানা গেছে।

ইএ