আজ (রোববার, ১৪ ডিসেম্বর) সকাল থেকে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী ও ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম পিএসসির নির্দেশনায় এ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়।
সন্দেহভাজন ব্যক্তি, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য শনাক্তে বিশেষ নজর রাখা হয়েছে। এ সময় সাজেকগামী সকল যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
আরও পড়ুন:
বিজিবি বলছে, বাঘাইছড়ি উপজেলার সঙ্গে ভারতের প্রায় ১৫৭ কিলোমিটার সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনুপ্রবেশ ও চোরাচালান রোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকানো এবং সীমান্তকে ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র ও মাদক পাচার রোধে এই কঠোর নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম বলেন, ‘সারা দেশেই বিজিবি সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করেছে। বিওপিগুলোতে নিয়মিত কার্যক্রমের বাইরে আমরা স্পেশাল টহল এবং অনেক চেকপোস্ট বসিয়েছি। লোকজন যাতায়াতে নজরদারি করা হচ্ছে।’





