কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ সিগারেট উদ্ধার

বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট উদ্ধার
বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট উদ্ধার | ছবি: এখন টিভি
0

রাঙামাটির কাপ্তাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাপ্তাই ব্যাটালিয়নের অভিযানে ৩৬ হাজার ২৩০ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়েছে। এসব সিগারেটের বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

গতকাল (বুধবার, ১০ ডিসেম্বর) রাত দেড়টার দিকে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) একটি টহল দল এসব সিগারেট উদ্ধার করেন।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর (সিগন্যালস) নেতৃত্বে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কের বটতলীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন:

এসময় তিন হাজার ৫০০ প্যাকেট ওরিস, ১৫ হাজর ২৩০ প্যাকেট ইজি লাইট এবং ১৭ হাজার ৫০০ প্যাকেট প্যাট্রন সিগারেট রয়েছে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী জানিয়েছেন, উদ্ধার হওয়া ভারতীয় সিগারেট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসএস