আজ (বুধবার, ১০ ডিসেম্বর) সকাল থেকে বাঘাইছড়ি উপজেলার কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্যাম্পটির আয়োজন করে ২৭ বিজিবি মারিশ্যা জোন। চিকিৎসা সেবা প্রদান করেন মারিশ্যা জোনের আরএমও ক্যাপ্টেন অমিত কুমার শাহা।
আরও পড়ুন:
পাহাড়ি এলাকার সাধারণ মানুষ বিজিবির এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বিজিবি সবসময় পাহাড়ের মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি। এছাড়া জোন উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, পদাতিক ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এবং স্থানীয় প্রশাসন, বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।





