অভিযানে দিনাজপুর ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম ছিলেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ বিক্রি, ড্রাগ লাইসেন্স নবায়ন না করা এবং ফার্মাসিস্ট না থাকায় প্রিয়া ফার্মেসি নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও আদর্শ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’