শেখ মুজিবের লুটতরাজের কারণে ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ হয়েছিল: ছাত্রশিবির সভাপতি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শেখ মুজিব বাংলাদেশে সর্বপ্রথম বাকশাল কায়েমের মধ্য দিয়ে সকল দলমত ও মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করেছিল। তিনি ও তার রক্ষীবাহিনীরা বাকশালের মাধ্যমে এ দেশকে লুটতরাজের একটি অঙ্গ রাজ্যে পরিণত করেছিল। তিনি বলেন, ‘শেখ মুজিবের লুটতরাজের কারণে ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ হয়েছিল।’ আজ (বুধবার, ১০ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ছাত্র-যুব-নাগরিক সমাবেশে প্রধান বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘দুর্ভিক্ষের সময় সোনার মুকুট মাথায় দিয়ে মুজিব পরিবারে বিয়ে হয়েছে। এ ছিল বাংলাদেশের স্বপ্ন ভঙ্গের অন্যতম কারণ এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করেছে কেউ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের প্রকৃত ভাগ্যের পরিবর্তন ঘটেনি।’

আরও পড়ুন:

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর দিনাজপুর-৬ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রাজীবুর রহমান পলাশ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি ও ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, দিনাজপুর জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি ড. মোহাদ্দেস এনামুল হক, হাকিমপুর উপজেলা জামায়াতের ইসলামীর আমির আমিনুল ইসলামসহ আরও অনেকে।

এসএস