দিনাজপুরের হিলিতে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়াল স্যাম্পল ঔষধ বিক্রির অভিযোগে দুইটি ফার্মেসি মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে ঔষধ প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।