পরে সন্ধ্যায় গুলিবিদ্ধ খলিল মিয়া (৫৫) ও তার ছেলে মো. আসিফকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত খলিল বড়িকান্দি পশ্চিমপাড়া মহল্লার হিরু মিয়ার ছেলে।
আহতদের স্বজনদের বরাত দিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সকালে খলিল তার ছেলেকে নিয়ে তার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে যান। এ সময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের মনাক ও তার ছেলেরা তাদের গুলি করে।
তবে কী নিয়ে বিরোধ, তা স্পষ্ট করে জানা যায়নি বলে জানান ওসি। পরে গুরুতর আহত অবস্থায় খলিল ও তার ছেলে আসিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করে। সেখানেই তারা চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।