বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে বিপাকে নিউমার্কেটের ব্যবসায়ীরা

ঢাকা কলেজ-সিটি কলেজের সংঘর্ষ (বামে), নিউমার্কেট (ডানে) | ছবি: এখন টিভি
0

ঢাকা কলেজ, সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বারবার সংঘর্ষে আর্থিক ক্ষতির মুখে পড়ছে ব্যস্ততম নিউমার্কেটসহ আশপাশের এলাকার ব্যবসায়ীরা। এ নিয়ে প্রতিদিনই আতঙ্কে দিন পার করতে হচ্ছে বলে জানান তারা। এদিকে ওই এলাকায় গুরুত্বপূর্ণ সব সরকারি বেসরকারি অনেক হাসপাতালে চিকিৎসক দেখাতে এসেও বিপাকে পড়েন রোগী ও স্বজনরা। সমস্যা সমাধানে উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে দাবি শিক্ষার্থীদের।

বর্তমান সময়ে সংঘর্ষে জড়িয়ে পড়া যেন সহজ একটি কাজ। ঢাকা কলেজ-সিটি কলেজ আর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কর্মকাণ্ডই তার প্রমাণ দেয়। দিন, সপ্তাহ কিংবা মাস। নিয়মিত বিরতি দিয়ে চলে সংঘর্ষ।

এমন সংঘর্ষের দৃশ্য যেন মনে করিয়ে দেয় সত্যজিৎ রায়ের চলচ্চিত্র হীরক রাজার দেশের কথা। মন চাইলেই নেমে পড়া যায় মারামারি করতে। ঠুনকো ঘটনা, বিতর্ক কিংবা নিজেদের আধিপত্য বিস্তারে কলেজ ছেড়ে নেমে পড়েন রাজপথে। কেউ খুলে নেন প্রতিষ্ঠানের নামফলক, কেউবা আবার বাহুর শক্তি দেখিয়ে অকারণে চালান ভাঙচুর। এতে ক্ষতির মুখে পড়েন পথচারী, পরিবহনসহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি হলেও জবাবদিহিতার বালাই নেই শিক্ষার্থীদের।

গত আট মাসে ১৩ বার বড় ধরনের সংঘর্ষে জড়ায় এই তিন কলেজ। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হন সায়েন্স ল্যাব, নিউমার্কেটসহ আশপাশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। হুটহাট সংঘর্ষ ঘটনায় প্রায় কয়েক হাজার ব্যবসায়ীকে থাকতে হয় আতঙ্কে। সেই সঙ্গে আর্থিক ক্ষতি তো আছেই।

নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে একজন বলেন, ‘হুটহাট করেই রাস্তায় হাঁটতে হাঁটতে গ্যাঞ্জাম লাগিয়ে দেয়। স্টুডেন্ট দেখে অন্যরকম একটা বিষয় দেখায়, যে আমরা স্টুডেন্ট।’

অন্য একজন বলেন, ‘৩৫ বছর হলে এখানে দোকানদারি করি। এখন পর্যন্ত কতবার মারামারি দেখছি, তার ঠিক নাই।’

ব্যবসায়ীদের মধ্যে একজন বলেন, ‘এদের মারামারির কারণে অনেক ক্ষতি হয়। সেজন্য আমরা দোকান বন্ধ করে দাঁড়িয়ে থাকি, বা বাসায় চলে যাই। যেভাবে মারামারি চলছে, এভাবে চললে রাস্তায় ভিক্ষা করতে হবে থালা-বাটি নিয়ে। এ ছাড়া আমাদের আর কিছু করার থাকবে না।’

তিন কলেজের সংঘর্ষে শুধু ব্যবসায়ীরাই নয়, ভোগান্তিতে পড়েন চলাচালকারী পথচারিরাও। সড়ক বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টার যানজটে নাকাল হতে হয় যাত্রীদের। লোকসান গুণতে হয় পরিবহন শ্রমিকদেরও। এ ছাড়া বিপাকে পড়েন আশপাশে থাকা হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা।

বাসচালকদের মধ্যে একজন বলেন, ‘এই মারামারির সময় আমাদের ইনকাম বন্ধ হয়ে যায়। গাড়ির গ্লাস ভেঙে যায়। যেসময় রাস্তা বন্ধ থাকে ওই সময় তেলের টাকা মহাজন পকেট থেকে দেয়। আমরা বেতন পাই না।’

কেন বারবার এমন সংঘর্ষ? কেনই-বা ক্লাস ছেড়ে নিয়ম করে রাস্তায় নেমে আসা? এমন প্রশ্নে শিক্ষার্থীরা বলছেন, সামাজিক মাধ্যমে উস্কানি কিংবা তুচ্ছ ঘটনা নিয়ে সূত্রপাত হয় সংঘর্ষের। এ ছাড়া কলেজের প্রশাসনিক দুর্বলতার কারণও অনেকটা দায়ী, বলছেন তারা।

শিক্ষার্থীদের মধ্যে একজন বলেন, ‘স্যারদেরও মাঝে মাঝে গাফিলতি থাকে, এর সাথে প্রশাসনিক দুর্বলতা তো আছেই। সুস্পষ্ট কোনো কারণ নেই। তুচ্ছ একটা কারণেই হয়তো অনেক বড় ঘটনা ঘটে যায়।’

তবে নিজেদের দায় এড়িয়ে সমাধানের বিষয়ে আশ্বাস দেয় ঢাকা কলেজ কর্তৃপক্ষ। একইসাথে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে কাজ করছেন বলেও জানান তারা। তবে এ নিয়ে কথা বলতে চাননি সিটি কলেজ প্রশাসন।

ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আ ক ম রফিকুল আলম বলেন, ‘প্রশাসন থেকে বলা হয়েছে যে, আর কোনো ছাড় দেয়া যাবে না। সিসি ক্যামেরা দেখে যাকে পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ঢাকা কলেজ যদি কোনো ছাত্রের ব্যাপারে ব্যবস্থা নেয়, টিসি দেয়। তাহলে আশপাশের কোনো কলেজ ভর্তি করাবে না তাকে।’

এসএস

শিরোনাম
আগামী ২-৩ দিনের মধ্যে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম দফার বৈঠক শেষ হবে: ড. আলী রীয়াজ; দ্বিমত বিষয়গুলো শিগগিরই সমাধানের আশা
সংস্কারে বেশি সময় না নিয়ে শিগগিরই নির্বাচনের তারিখ নিয়ে ঐকমত্যে আসা উচিত: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের; নির্বাচন না আসতেই বিভিন্ন জায়গায় জামায়াতের ওপর হামলা হচ্ছে; নির্বাচন কমিশনের কাজ নিয়ে প্রশ্ন এসেছে, সরকারকে নজর দেয়ার আহ্বান
সময়মতো নির্বাচন না দিলে যে আন্দোলন গড়ে উঠবে, তা কেউ আটকাতে পারবে না: জয়নুল আবদিন ফারুক
শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুদক, শুনানি ১৫ জুলাই
শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক
দুর্নীতির কারণেই বৈষম্যের সৃষ্টি, দুর্নীতি কমলে বৈষম্যও কমবে: দুদক চেয়ারম্যান
রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী আলিফ হত্যার আলাদা মামলায় চিন্ময় কৃষ্ণকে ২ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের
সময় টিভির মালিকানা ইস্যুতে করা মামলায় সিটি গ্রুপের আইনজীবী নিয়ে মানহানিকর ও অসত্য সংবাদ করার অভিযোগে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রতিনিধিকে তলব হাইকোর্টের, বুধবার হাজিরের নির্দেশ
ভারতের হায়দরাবাদে একটি ভবনে আগুনে অন্তত ১৭ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরিসহ ৩ অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত ২৭ জনের প্রাণহানি
অর্ধেক বন্দির বিনিময়ে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের
বাংলাদেশের অফিশিয়াল ফুটবল পার্টনার হচ্ছে জাপানি প্রতিষ্ঠান মল্টেন করপোরেশন
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ
লা লিগা: বার্সেলোনা-ভিয়ারিয়াল, সেভিয়া-রিয়াল মাদ্রিদ (রাত ১১টা)
আগামী ২-৩ দিনের মধ্যে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম দফার বৈঠক শেষ হবে: ড. আলী রীয়াজ; দ্বিমত বিষয়গুলো শিগগিরই সমাধানের আশা
সংস্কারে বেশি সময় না নিয়ে শিগগিরই নির্বাচনের তারিখ নিয়ে ঐকমত্যে আসা উচিত: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের; নির্বাচন না আসতেই বিভিন্ন জায়গায় জামায়াতের ওপর হামলা হচ্ছে; নির্বাচন কমিশনের কাজ নিয়ে প্রশ্ন এসেছে, সরকারকে নজর দেয়ার আহ্বান
সময়মতো নির্বাচন না দিলে যে আন্দোলন গড়ে উঠবে, তা কেউ আটকাতে পারবে না: জয়নুল আবদিন ফারুক
শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুদক, শুনানি ১৫ জুলাই
শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক
দুর্নীতির কারণেই বৈষম্যের সৃষ্টি, দুর্নীতি কমলে বৈষম্যও কমবে: দুদক চেয়ারম্যান
রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী আলিফ হত্যার আলাদা মামলায় চিন্ময় কৃষ্ণকে ২ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের
সময় টিভির মালিকানা ইস্যুতে করা মামলায় সিটি গ্রুপের আইনজীবী নিয়ে মানহানিকর ও অসত্য সংবাদ করার অভিযোগে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রতিনিধিকে তলব হাইকোর্টের, বুধবার হাজিরের নির্দেশ
ভারতের হায়দরাবাদে একটি ভবনে আগুনে অন্তত ১৭ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরিসহ ৩ অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত ২৭ জনের প্রাণহানি
অর্ধেক বন্দির বিনিময়ে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের
বাংলাদেশের অফিশিয়াল ফুটবল পার্টনার হচ্ছে জাপানি প্রতিষ্ঠান মল্টেন করপোরেশন
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ
লা লিগা: বার্সেলোনা-ভিয়ারিয়াল, সেভিয়া-রিয়াল মাদ্রিদ (রাত ১১টা)