চট্টগ্রামে সমাবেশ দিয়ে দ্বিতীয় দফায় নির্বাচনি প্রচারণা শুরু করছেন তারেক রহমান

সমাবেশ ঘিরে প্রস্তুতি চলছে
সমাবেশ ঘিরে প্রস্তুতি চলছে | ছবি: এখন টিভি
3

২০ বছরের বেশি সময় পর গতকাল (শনিবার, ২৩ জানুয়ারি) রাতে চট্টগ্রামে গিয়েছেন তারেক রহমান। নির্বাচনি প্রচারণায় অংশ নিতে দলীয় প্রধান হিসেবে এবার পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। গেল রাতে নেতাকর্মীদের বাধভাঙা উচ্ছ্বাসের স্রোত ঠেলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে রেডিসন ব্লু হোটেলে আসেন তিনি। আজ (শনিবার, ২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সমাবেশে যোগ দেবেন তারেক রহমান।

আজ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ আসছেন দলবেঁধে, কেউ কেউ আবার রাত থেকেই অবস্থান নিয়েছেন মাঠে। দীর্ঘ প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন ও মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। মহাসমাবেশের আশপাশ ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে।

এর আগে ঢাকা থেকে তাকে বহনকারী বিমান গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রামে অবতরণ করে। সেখান থেকে দীর্ঘ ভিড় ঠেলে বাসে করে রাত পৌনে নয়টায় রেডিসন ব্লু হোটেলে পৌঁছান তিনি। আজ সকালে নির্বাচনি জনসমাবেশে অংশ নিবেন তিনি।

এরআগে সকালে জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন ও তরুণদের সঙ্গে এক মতবিনিময়ে অংশ নেয়ার কথা রয়েছে তার।

নেতাকর্মীরা জানান, শুধু বিএনপির নেতাকর্মী না, সাধারণ মানুষও তারেক রহমানকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। তারা উৎসবমুখর পরিবেশে তাদের নেতার জন্য অপেক্ষায় আছেন।

আরও পড়ুন:

তারা আরও জানান, বন্দরনগরীতে তারেক রহমানের আগমন তাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে৷তাকে দেখতে নগরের বিভিন্ন এলাকার পাশাপাশি দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন অনেকে।

দলের একজন কর্মী বলেন, ‘আমরা তারেক রহমানকে এক নজর দেখার জন্য অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ছিলাম। আমরা তাকে দেখতে পেরেছি।’

নেতাদের আশা, এবারের সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে। চট্টগ্রামের সমাবেশ শেষে বিকেলেই ফেনী ও কুমিল্লায় দুটি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। পরে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে সমাবেশ করবেন তিনি।

এফএস