নির্বাচনি প্রচারণায় সন্ধ্যায় চট্টগ্রামে যাবেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

তারেক রহমানের সমাবেশ ঘিরে চলছে প্রস্তুতি
তারেক রহমানের সমাবেশ ঘিরে চলছে প্রস্তুতি | ছবি: এখন টিভি
2

নির্বাচনি প্রচারণার জন্য আজ (শনিবার, ২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। নির্বাচন সামনে রেখে তারেক রহমানের এ সমাবেশ ঘিরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে এখন নতুন উৎসাহ উদ্দীপনা। প্রস্তুতি, প্রত্যাশা ও রাজনৈতিক হিসাব-নিকাশে মুখর পুরো চট্টগ্রাম।

এবার জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে উত্তাপ ছড়াচ্ছে বিএনপির ২৫ জানুয়ারির সমাবেশ। চট্টগ্রামের রাজনীতিতে আবারও আলোচনায় পলোগ্রাউন্ড মাঠ। দীর্ঘ ১৪ বছর পর বিএনপির কোনো প্রধান নেতার আগমন ঘটছে ঐতিহাসিক এ মাঠে।

দলটির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ২০১২ সালে এ পলোগ্রাউন্ড মাঠেই জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন। তার প্রায় দেড় দশক পর একই মাঠে দলের চেয়ারম্যান হিসেবে বক্তব্য দেবেন তার সন্তান তারেক রহমান।

দলের নেতাকর্মীরা জানান, তারা অপেক্ষায় আছেন কখন তারেক রহমান আসবেন, কখন তিনি দলের নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখবেন।

নির্বাচনি প্রচারণা আর ভোটের মাঠে ২৫ জানুয়ারি চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে ছড়াচ্ছে নতুন প্রত্যাশা। উচ্চ পর্যায়ের নেতা থেকে সাধারণ কর্মী সবার মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা। সমাবেশ মাঠ ও নগরজুড়ে এরইমধ্যে চোখে পড়ছে প্রচার প্রচারণা ও নানা আকারের পোস্টার ব্যানার। স্বাগত র‍্যালিসহ চলছে নানা প্রস্তুতিমূলক কর্মসূচি।

আরও পড়ুন:

দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম-৯ আসনের মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেন, ‘আমরাও ব্যাপকভাবে মানুষের কাছে আমাদের আহ্বান পৌঁছে দেব। উনি আসবেন আমরৈা তা সবাইকে জানিয়ে দেব। আমার মনে হয় সমাবেশ ঘিরে, মানুষদের আমরা গুনে শেষ করতে পারবো না।’

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কার্যকরি সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ বলেন, ‘বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা যে ঘটছে চট্টগ্রামের মধ্যে এতে অনেক হিন্দুরা ভিত। এ ভীতিকর পরিবেশ থেকে কাটিয়ে ওঠার জন্য যে তারেক রহমানের আগমন এটি নতুন একটি বার্তা দেয়।’

মাঠে চলছে সুবিশাল মঞ্চের প্রস্তুতি, প্রাধান্য পাচ্ছে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা ঘিরে শৃঙ্খলা ও সমাগম নির্বিঘ্ন করার বিষয়টি। বিএনপি নেতাদের দাবি, সমাবেশে ১০ লাখ মানুষের সমাগম ঘটাতে চান তারা। তারা মনে করেন, তারেক রহমানের এ সফর সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রচার প্রচারণায় যেমন গতি আনবে তেমনি তৃণমূলের রাজনীতিতে যোগ করবে নতুন গতি ও ঐক্যের বার্তা।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ‘ওনার নিরাপত্তার বিষয়ে আমাদের দলীয়ভাবে প্রস্তুতি আছে। দলের বাহিরেও আমরা প্রশাসনকে এ বিষয়ে অবহিত করেছি তাদের সাহায্য সহযোগিতা কামনা করেছি।’

চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ বলেন, ‘বর্তমানে তিনি দেশের সবথেকে জনপ্রিয় নেতা। আমরা আশা করি ওনাকে আমরা দেখব, ওনার সঙ্গে আমরা কথা বলবো।’

সমাবেশে অংশ নিতে ২৪ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। পরদিন সকাল ১০টায় পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশে উপস্থিত থাকবেন তিনি।

এফএস