জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকামুখী সৌরভী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান চালক।
এ সময় দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
এর আগে,খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ সময় কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে ঢাকা মুখী লেনে যান চলাচল ব্যহত হয়। এ ঘটনায় হতাহতের নাম পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ঘটনাস্থল থেকে প্রথমে নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরে, ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরেক মোটরসাইকেল আরোহীকে নেয়া হলে জরুরি বিভাগে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করে। এরপর নিহত দুজনের মরদেহ হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।





