ময়মনসিংহে এনসিপির সমন্বয়কারীর ওপর হামলা, আহত ৫

আহত মোজাম্মেল হক
আহত মোজাম্মেল হক | ছবি: এখন টিভি
3

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম নিয়ে মানববন্ধন করার সময় হামলার শিকার হন এনসিপির উপজেলা সমন্বয়কারী মোজাম্মেল হক। আজ (বুধবার, ১২ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে। হামলায় মোজাম্মেলসহ আহত হন ৫ জন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দালালের দৌরাত্ম্য, অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন চলাকালীন সময়ে এনসিপির উপজেলা সমন্বয়কারী মোজাম্মেল হক ঘটনাস্থলে আসার সঙ্গে সঙ্গেই তার ওপর একদল লোক দেশিয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি হামলা শুরু করে।

পরে গুরুতর আহত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে প্রথমে ঈশ্বরগঞ্জের একটি বেসরকারি হাসপাতাল পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

আরও পড়ুন:

হামলায় আহত এনসিপির সমন্বয়কারী মোজাম্মেলের বাম হাত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন। আহত মোজাম্মেল জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই হাসপাতালে অনিয়ম দুর্নীতি এবং সেবা নিতে এসে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে তার প্রতিবাদ করতে গিয়েই আজকে হামলার শিকার হন তিনি।

এই ঘটনায় হাসপাতাল সিন্ডিকেটসহ হাসপাতালের কোনো কর্তৃপক্ষ জড়িত থাকলে তা খতিয়ে দেখে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনি শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

এছাড়া নিরাপত্তা নিয়ে গতকাল ঈশ্বরগঞ্জ উপজেলা থানা পুলিশকে অবহিত করা হলেও পুলিশ নিরাপত্তা নিয়ে কোন ব্যবস্থা গ্রহণ করে নি বলেও অভিযোগ করেন এনসিপি নেতারা।

ইএ