ফেনীতে নির্বাচনি গণসংযোগ করেছে বিএনপি

জনগনের মধ্যে লিফলেট বিতরন করা হচ্ছে
জনগনের মধ্যে লিফলেট বিতরন করা হচ্ছে | ছবি: এখন টিভি
0

ফেনীতে নির্বাচনি গণসংযোগ করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (বুধবার, ২২অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ফেনী শহরের শহীদ মিজান রোডের শহীদ সালাম কমিউনিটি সেন্টার থেকে শুরু হয় এ কর্মসূচি। পরে শহরের ট্রাংক রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলটির নেতাকর্মীরা।

দলের চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জায়নাল আবেদিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। সেই সঙ্গে আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে ভোট চান দলটির নেতাকর্মীরা।

আরও পড়ুন:

এসময় অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত তৈরির জন্য জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এফএস