বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে ডা. জুবাইদা রহমান যখন ৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে আসেন তার একদিন আগেই আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি।
পূর্বঘোষিত ২৩৭ আসনসহ মোট ২৭২ আসনের প্রার্থীরা নির্বাচন সামনে রেখে প্রচারে ব্যস্ত সময় পারকালে হঠাৎ খালেদা জিয়ার অসুস্থতা কিছুটা স্থবিরতা ঘটায় প্রচারণায়। চলতি সপ্তাহে তফসিল ঘোষণা হলেও তারেক রহমানের দেশে আসা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
খালেদা জিয়া যখন হাসপাতালে চিকিৎসাধীন, দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বিদেশে এমন প্রেক্ষাপটে জুবাইদা রহমানকে ঘিরে নির্বাচনি প্রচারণার কথা ভাবছে কিনা বিএনপি? প্রশ্ন ছিলো দলটির এ নীতি-নির্ধারকদের কাছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘তারেক সাহেবের অনুপস্থিতিতে উনাকে এনেছে এই সমীকরণ করাটা ঠিক হবে না।।উনি এসেছেন উনার শাশুড়ির প্রতি দায়িত্ব পালন করার জন্য। এখানে রাজনীতির কোনো সমীকরণ নেই। উনি আসার পরে আমাদের মূল নেতারা অনেক উৎসাহী হয়েছে। কিন্তু উনি রাজনীতিতে আপাতত নেই।’
আরও পড়ুন:
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলছেন এমন পরিস্থিতিতে বিএনপির নেতৃত্ব জিয়া পরিবারের সদস্য হিসেবে জুবাইদা রহমানকে সামনে রাখলে নির্বাচনী প্রচারণায় তার প্রভাব পড়বে। সেক্ষেত্রে কাল-বিলম্ব না করে জুবাইদা রহমানকে রাজনৈতিক পরিসরে সক্রিয় করার পরামর্শ তার।
রাজনৈতিক বিশ্লেষক ড. কাজী মারুফুল ইসলাম বলেন, ‘উনার কাছে তো কোনো ম্যাজিক লন্ঠন নেই যে রাতারাতি এসে সব বদলে দেয়ার মত ম্যাজিক তার কাছে নেই। অর্থাৎ তাকে সক্রিয় হওয়ার জন্য তার নেতৃত্ব পরিসর করতে হবে। এখন এই পরিসরটা বাকি অল্প সময়ে যদি করতে পারে তাহলে তার একটা প্রভাব অবশ্যই থাকবে। যদি সেটা তাদের পরিকল্পনায় থেকে থেকে থাকে তাহলে কালকে থেকে না বরং আজকে থেকেই তা শুরু করা। সেটার জন্য সময় নষ্ট করলে আর গুছিয়ে ওঠার সময় পাওয়া যাবে না।’
বিএনপি জুবাইদা রহমানকে ঘিরে নির্বাচনি ভাবনা ভাবছে কিনা জানতে চাইলে স্থায়ী কমিটির এ সদস্য বলেন চলতি মাসেই দেশ ফিরবেন তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার করবে বিএনপি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘তারেক সাহেব আসবেন, ইলেকশনের নেতৃত্ব দিবেন। উনি খুব দ্রুত আসছেন। নির্দিষ্ট করে বলতে পারি এ মাসেই উনি আসবেন। প্রচার টিম তারেক সাহেবে অধীনে কাজ করছে এবং অতি দ্রুতই ডিসেম্বর শেষ হওয়ার আগেই এসব জিনিস দেখা যাবে।’
এখন দেখার বিষয় তফসিল ঘোষণার পর কবে নাগাদ দেশে ফিরে দলের হাল ধরেন তারেক রহমান। নাকি জুবাইদা রহমানই হবেন এবার বিএনপির নির্বাচনি প্রচারণায় জিয়া পরিবারের প্রধান মুখ।





