আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ রেড-গ্রিন ফিউচার স্টার

বাংলাদেশ রেড-গ্রিন ফিউচার স্টারের খেলোয়াড়দের অনুশীলন
বাংলাদেশ রেড-গ্রিন ফিউচার স্টারের খেলোয়াড়দের অনুশীলন | ছবি: সংগৃহীত
0

ল্যাটিন বাংলা সুপার ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্রাজিলের ক্লাব সাও বার্নাদোর বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এ হার ভুলে এবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ রেড-গ্রিন ফিউচার স্টার। আগামীকাল (সোমবার, ৮ ডিসেম্বর) তাদের প্রতিপক্ষ আর্জেন্টাইন ক্লাব অ্যাথলেটিকো শার্লোন।

এ ম্যাচকে সামনে রেখে ঢাকার জাতীয় স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন শেষ করেছে বাংলাদেশ। আগের ম্যাচে বড় ব্যবধানে হারলেও এ ম্যাচে জয় পেতে মরিয়া বাংলাদেশের উদীয়মান তারকারা।

আরও পড়ুন:

দলে থাকা প্রবাসী ফুটবলার ক্যাসপার হক, বিতোশোক চাকমাদের ওপর আরও একবার প্রত্যাশা রাখবে স্বাগতিকরা। ত্রিদেশীয় এ সিরিজে নিজেদের মান ধরে রাখতে আর্জেন্টাইন প্রতিপক্ষের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

যদিও আগের ম্যাচেই লাতিন ধারার ফুটবলের সঙ্গে নিজেদের বড় ব্যবধান টের পেয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। তাইতো আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি মনোযোগ থাকছে ফুটবলারদের।

এসএইচ