নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল খান, পৌর নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনসহ জেলা ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মুহাম্মদ ইসমাঈল বলেন, ‘মাইজদী বাজার জেলখানা সড়কটি শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে বেশ কয়েকটি সরকারি দপ্তর ছাড়াও জেলা শহর এবং শহরের বাহিরের অনেক মানুষ চলাচল করেন। সড়কটি ২০২৪ সালের ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চলাচলকারীরা সীমাহীন ভোগান্তির শিকার হয়েছেন। মানুষের কষ্টের কথা বিবেচনা করে পৌরসভা অগ্রাধিকার ভিত্তিতে সড়কটির নির্মাণকাজ হাতে নিয়েছে।’
আরও পড়ুন:
পৌরসভা সূত্রে জানা গেছে, সড়কটির দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। এটি মাইজদী বাজার থেকে শুরু হয়ে জেলা কারাগারের সামনে দিয়ে ঘুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের উত্তর পাশে দিয়ে নতুন বাসস্ট্যান্ডের সঙ্গে মিলেছে।
সড়কটির ৫৫৫ মিটার অংশ পাথর ও রডের ঢালাই করা হবে। আর বাকি অংশ কার্পেটিং করা হবে। সেই সঙ্গে সড়কের দু’পাশে সাধারণের চলাচলের সুবিধার্থে ১ হাজার ৯০০ মিটার ফুটপাত ছাড়াও পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হবে পাঁচ কিলোমিটারের বেশি। প্রকল্প বাস্তবায়নের সময়কাল ১৫ মাস।





