জুলাই স্মৃতিস্তম্ভ ও স্কুল বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩

জুলাই স্মৃতি স্তম্ভ ও স্কুল বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তারকৃতরা
জুলাই স্মৃতি স্তম্ভ ও স্কুল বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তারকৃতরা | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও হলি চাইল্ড স্কুল বাসে আগুন এবং নাশকতার মামলায় তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ (রোববার,৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন—মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আদনান হোসেন (২৪), মো. ইমতিয়াজ আহমেদ নিরব (২১) ও পৌর ছাত্রলীগের সদস্য মো. ইমন (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানার নাশকতা মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অধিযাচন পত্র প্রেরণ করেন। এর পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল মানিকগঞ্জ জেলা এবং ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা একাধিক মামলার এজাহারনামীয় পলাতক আসামি। সম্প্রতি জুলাই স্মৃতি স্তম্ভ চত্বর এবং হলি চাইল্ড স্কুলের বাসে আগুন দেওয়া ও নাশকতার ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ