নোয়াখালীতে সংঘর্ষের প্রতিবাদে ফেনীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল | ছবি: সংগৃহীত
1

নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবির ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। গতকাল (রোববার, ১৯ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের বড় মসজিদের সামনে জড়ো হয়ে মিছিলটি শুরু করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, নোয়াখালীতে বিনা উস্কানিতে শিবিরের কোরআন ক্লাস অনুষ্ঠানে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। হামলা করে নিরীহ নেতাকর্মীদের রক্ত ঝরিয়েছে।

এসময় এমন হামলার ঘটনায় তীব্র নিন্দাও জানান নেতারা।

আরও পড়ুন:

এর আগে, গতকাল বিকেলে নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বিএনপির মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

এসএইচ