সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। বাড়ে সাধারণ মানুষের ভোগান্তি। এমন চিত্র নিয়মিতই চোখে পড়বে পাবনা শহরের প্রবেশদ্বার খ্যাত আতাইকুলা সড়কে।
খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। শুধু তাই নয়, শহরের বিভিন্ন সড়ক থেকে উঠে গেছে বিটুমিন আর খোয়া। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয় হার্ডওয়ার ব্যবসায়ী দুলাল হোসেন আতাইকুলা সড়কে প্রায় ৪২ বছর ধরে ব্যবসা করছেন। কিন্তু জলাবদ্ধতা আর ভাঙা রাস্তার কারণে বেচাকেনা হয়না তেমন। দ্রুত সড়কটি সংস্কারের দাবি তাদের।
ব্যবসায়ী দুলাল হোসেনে জানান, ভাঙা রাস্তার জন্য কেনা-বেচা কমে গেছে তার। সড়ক সংস্কারে যথাযথ কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে জানান তিনি।
শহরের বেশিরভাগ সড়কের এমন বেহাল দশা। একটু বৃষ্টিতে সড়কে জমে যায় পানি। অনুন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। সড়ক সংস্কারে প্রশাসনের উদ্যোগ নেই বলেও জানান তারা।
আরও পড়ুন:
ভুক্তভোগী স্থানীয়রা জানান, সড়কে হালকা বৃষ্টিতেই পানি জমে যায়। জলাবদ্ধতার সমস্যা দূর করতে না পারলে সড়ক ঠিক থাকবে না। পৌর কর্তৃপক্ষ বলছে, এরইমধ্যে সড়ক সংস্কারের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রকল্প পরিচালক অনুমোদন দিলেই সংস্কার কাজ শুরু হবে।
পাবনা পৌরসভা সহকারী প্রকৌশলী মো. ওবায়েল উল হক বলেন, ‘আশা করছি এ সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহের শুরুতে আমরা পরিচালক মহোদয়ের কাছে চিঠি পাঠানো হবে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।’
পাবনা পৌরসভার তথ্য মতে, পৌর এলাকায় দুইশো কিলোমিটার রাস্তা রয়েছে, আর ড্রেন ১৫০ কিলোমিটার।





