এসময় শহরের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে শহরের বাইরের পূজামণ্ডপগুলোতে যাত্রা করে সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সর্বস্তরের জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলাবজায় রাখার লক্ষ্যে ১৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:
সেনাবাহিনী আরও জানায়, টহল জোরদারের প্রেক্ষিতে ১৫ ফিল্ড রেজিমেন্টের অধিনায়কের নেতৃত্বে জেলার সব উপজেলায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
এরইমধ্যে দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা টহল সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়পূর্বক কার্যক্রম পরিচালনা শুরু করা হয়েছে বলেও জানান তারা।





