দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারে সেনাবাহিনীর টহল জোরদার

দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর টহল
দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর টহল | ছবি: সংগৃহীত
1

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলা সদরসহ ৭টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের টহল জোরদার করেছে। আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার ক্যাম্প থেকে আনুষ্ঠানিক টহল জোরদার করার লক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপে যাত্রা করে সেনাবাহিনী।

এসময় শহরের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে শহরের বাইরের পূজামণ্ডপগুলোতে যাত্রা করে সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সর্বস্তরের জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলাবজায় রাখার লক্ষ্যে ১৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন:

সেনাবাহিনী আরও জানায়, টহল জোরদারের প্রেক্ষিতে ১৫ ফিল্ড রেজিমেন্টের অধিনায়কের নেতৃত্বে জেলার সব উপজেলায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

এরইমধ্যে দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা টহল সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়পূর্বক কার্যক্রম পরিচালনা শুরু করা হয়েছে বলেও জানান তারা।

এফএস