হাদির মৃত্যুতে খবরে কুষ্টিয়ায় বিক্ষোভ; মহাসড়ক অবরোধ

কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ
কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ | ছবি: এখন টিভি
0

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার পর শহরের বড়বাজার এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মজমপুরে জড়ো হয়। এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ ও ঈশ্বরদী মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

এসময় বিক্ষোভকারীরা ভারত ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

আরও পড়ুন:

বিক্ষোভকারীদের সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়।

পরে বিক্ষোভ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এসএস