শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভা
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভা | ছবি: এখন টিভি
0

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে গণমাধ্যমকর্মীদের কাছে সহযোগিতা চেয়েছেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে ফরিদপুরের গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহবান জানান।

তিনি বলেন, ‘জেলায় ৭৫৭ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ সকল পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

পুলিশ সুপার আব্দুল জলিল আরও বলেন, ‘এ জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চমৎকার মেলবন্ধন রয়েছে, সেটাকে ‌ অক্ষুণ্ণ রাখতে ‌ সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘পূজাকে কেন্দ্র করে কোনো গুজব যেন না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, পুলিশের পক্ষ থেকে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ প্রশ্নের কোনো ছাড় দেয়া হবে না।’

পুলিশের এ শীর্ষ কর্মকর্তা আরও বলেন, ‘পূজা উপলক্ষে কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি না হয়‌ সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

পূজারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‌ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে মিলিয়ে ‌গান পরিবেশন করা উচিত, তবে কোনো ‌‌ডিজে গান ‌ পরিবেশন করা যাবে না। এছাড়া কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিসর্জন ‌দেয়ার সময় সকল মন্দির কমিটিকে সক্রিয় থাকতে হবে।’

সভায় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ‌আজমীর হোসেন, ভাঙ্গা সার্কেল ‌মো. আসিফ ইকবাল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‌মো. আসাদুজ্জামানসহ গণমাধ্যমকর্মীরা।

এএইচ