চট্টগ্রামে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

দুর্গাপূজার প্রস্তুতি
দুর্গাপূজার প্রস্তুতি | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। মৃৎশিল্পীরা দিনরাত ব্যস্ত প্রতিমা তৈরিতে। শেষ মুহূর্তে রঙ তুলির আঁচড়ে মাটির তৈরি প্রতিমাগুলো হয়ে উঠছে অপরূপা। সর্বোচ্চ ৩ লাখ এবং সর্বনিম্ন ৩৫ হাজার টাকা মূল্যের প্রতিমা তৈরি করেছেন শিল্পীরা।

তবে গত বছরের তুলনায় এ বছর প্রতিমা বেচা-বিক্রিতে ভাটা পড়েছে, বলছেন মৃৎশিল্পীরা। নগরীতে এবার ২৯২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৫টি উপজেলায় প্রায় দুই হাজার মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা।

আরও পড়ুন:

এদিকে পূজা উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।

প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করার পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দলের নেতা এবং পূজা উদযাপন পরিষদের সদস্যদের নিয়ে এরই মধ্যে প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছে।

সেজু