গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার শহরের সমিতি পাড়ার মৃত সোনা মিয়ার ছেলে মো. রুবেল (২৫), কস্তুরাঘাট এলাকার আবুল হোসেনের ছেলে আরিফুল ইসলাম (১৮), নুনিয়ারছড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. ওমর ফারুক (২৯), বৈদ্যঘোনা এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. রুবেল (২৬), পূর্ব ঘোনারপাড়ার মৃত মোহাম্মদ নুরের ছেলে রবিউল হাসান (১৯) ও মোহাজের পাড়ার রেজাউল করিমের ছেলে আবু রায়হান সিকদার (১৯)।
আরও পড়ুন:
ওসি ইলিয়াছ খান বলেন, ‘সম্প্রতি শহরে কয়েকটি এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে গেছে। শুক্রবার সন্ধ্যা থেকে অপরাধ নির্মূলে পুলিশ কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করে। আজ শনিবার সকাল ৬ টা পর্যন্ত চলে পুলিশের এই বিশেষ অভিযান। এতে রাতভর পরিচালিত অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে ৬ জন পলাতক চিহ্নিত অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।’
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও চুরিসহ নানা অভিযোগে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ইতিপূর্বে দায়ের থাকা সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।





