সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না চামড়া, হতাশ ব্যবসায়ীরা

ময়মনসিংহে চামড়া সংগ্রহের ছবি
ময়মনসিংহে চামড়া সংগ্রহের ছবি | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহে সরকারের বেধে দেয়া দামে নয়, বরং গরুর কাঁচা চামড়া বিক্রি হচ্ছে গড়পড়তা ৫০০ থেকে ৬০০ টাকায়। এতে কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম না পেয়ে হতাশ মধ্যস্বত্বভোগী, বিভিন্ন মাদ্রাসা ও ফড়িয়া ব্যবসায়ীরা। দাম না পাওয়ার জন্য তারা স্থানীয় ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন।

আজ (শনিবার, ৭ জুন) বিকেলে জেলার বিভিন্ন স্থান থেকে কোরবানি পশুর চামড়া সংগ্রহ করে নগরীর চামড়ার গুদামে বিক্রির জন্য নিয়ে আসেন ফড়িয়ারা। তবে এখানে এসে সিন্ডিকেটের কবলে পড়তে হয় তাদের। 

ব্যবসায়ীদের অভিযোগ, ১ লাখ থেকে ২ লাখ টাকার ষাঁড় গরুর চামড়া সিন্ডিকেটের কারণে বাধ্য হয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বিক্রি করতে হচ্ছে। অনেকের কেনা দামও উঠছে না। জমজমাট চামড়ার এই হাটে অর্ধশতাধিক মৌসুমি ব্যবসায়ী চামড়া ক্রয় করেন। 

ব্যবসায়ীরা  বলছেন, সরকারের দামে চামড়া কিনলে ট্যানারি মালিকদের কাছে কম দামে তাদেরও বাধ্য হয়ে বিক্রি করতে হয়। ট্যানারি দাম বেশি দিলেই কেবল সরকারি দামে কাঁচা চামড়া কেনা সম্ভব। তাই তারা চিন্তা ভাবনা করেই চামড়া ক্রয় করেছেন বলে জানান।

এসএইচ