ক্ষমতায় গেলে জাতীয় পে-স্কেল কমিশনের প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি আসিফ মাহমুদের

কথা বলছেন আসিফ মাহমুদ
কথা বলছেন আসিফ মাহমুদ | ছবি: এখন টিভি
0

ক্ষমতায় গেলে জাতীয় পে-স্কেল কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি বলেন, ‘জাতীয় পে-স্কেল প্রণয়নের জন্য কমিশন যে প্রস্তাব দিয়েছে, ১১ দলীয় ঐক্যজোট সেই প্রস্তাবকে সমর্থন করে।’

আজ (বুধবার, ২৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে এনসিপি আয়োজিত নির্বাচনি পদযাত্রার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া জানান, পে-স্কেল কমিশনের প্রস্তাবে সিনিয়র পেশ ইমামদের পঞ্চম গ্রেড, পেশ ইমামদের ষষ্ঠ গ্রেড, ইমামদের নবম গ্রেড এবং প্রধান মুয়াজ্জিনদের দশম গ্রেডে অন্তর্ভুক্ত করার সুপারিশ রয়েছে। ভোটারদের সমর্থনে যদি ১১ দলীয় ঐক্যজোট সরকার গঠন করতে পারে, তবে দ্রুত এসব প্রস্তাব বাস্তবায়ন করে ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারীদের পে-স্কেলের আওতায় আনা হবে।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘যারা অতীতে বারবার কথা দিয়ে কথা রাখেনি, আমরা তাদের মতো হবো না। আমরা আগেও প্রতিশ্রুতি রক্ষা করেছি, প্রয়োজনে রক্ত দিয়ে হলেও ভবিষ্যতেও আমাদের কমিটমেন্ট বজায় রাখব।’

গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘ভবিষ্যতেও ভোটাধিকার নিশ্চিত করতে গণভোটে ‘‘হ্যাঁ’’ ভোট দেয়া জরুরি।’ তিনি বলেন, ‘বিগত তিনটি নির্বাচনের মতো যদি ভোট দেয়া থেকে বঞ্চিত হতে না চান এবং ভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার দেখতে না চান; তাহলে গণভোটে ‘‘হ্যাঁ’’ ভোট দিন।’

আরও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমিনুল ইসলাম, জেলা এনসিপির সদস্য সচিব আমিনুল হক চৌধুরীসহ অন্যান্য নেতারা।

এনএইচ