বেসরকারি খাতে বেতন বাড়ানোর চাপ (Private Sector Salary Hike Pressure)
অর্থনীতিবিদদের মতে, সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ বাড়লে স্বাভাবিকভাবেই বেসরকারি খাতের কর্মীদের মধ্যেও বেতন বৃদ্ধির দাবি উঠবে। কিন্তু বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট (Gas and Electricity Crisis), উচ্চ উৎপাদন ব্যয় এবং বিনিয়োগ স্থবিরতার কারণে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই অতিরিক্ত চাপ নেওয়ার মতো অবস্থায় নেই। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (BEF) সভাপতি ফজলে শামীম এহসান মনে করেন, এর ফলে সমাজে আয় বৈষম্য (Income Disparity) আরও প্রকট হতে পারে।
আরও পড়ুন:
রাজস্ব আয় ও অর্থায়নের সংকট (Revenue & Funding Crisis)
প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে সরকারের রাজস্ব আয়ের (Revenue Collection) একটি বিশাল অংশই পরিচালন ব্যয়ে ব্যয় হচ্ছে। এ অবস্থায় অর্থের জোগান কোথা থেকে আসবে— তা নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, "সরকারের বর্তমান রাজস্ব পরিস্থিতিতে এই সুপারিশ বাস্তবায়ন অসম্ভব।" শঙ্কা করা হচ্ছে, বেতন দিতে গিয়ে সরকার যদি নতুন করে ব্যাংক ঋণ (Bank Borrowing) নেয়, তবে তা সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যকে ঝুঁকির মুখে ফেলবে।
সাধারণ মানুষের ওপর করের বোঝা (Tax Burden on General People)
অতিরিক্ত ব্যয়ের জোগান দিতে সরকার যদি ভ্যাটের (VAT) মতো পরোক্ষ কর বৃদ্ধি করে, তবে তার প্রভাব সরাসরি সাধারণ মানুষের ওপর পড়বে। উচ্চ মূল্যস্ফীতির (High Inflation) কবলে থাকা মানুষের জন্য এটি হবে "মরার ওপর খাঁড়ার ঘা"। ব্যবসায়ীরা জানিয়েছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না থাকায় ইতিমধ্যে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, এর ওপর নতুন করের বোঝা ব্যবসা-বাণিজ্যকে আরও কঠিন করে তুলবে।
আরও পড়ুন:
নতুন পে স্কেল বাস্তবায়নে অর্থনীতির বড় ৫টি ঝুঁকি
খাত (Sector)
বর্তমান চ্যালেঞ্জ (Current Challenges)
সম্ভাব্য প্রভাব (Potential Impact)
বেসরকারি খাত
জ্বালানি সংকট ও উচ্চ উৎপাদন ব্যয়
বেতন বাড়ানোর চাপ ও কর্মী ছাঁটাই ঝুঁকি
জাতীয় অর্থনীতি
রাজস্ব ঘাটতি ও ঋণের বোঝা
উচ্চ মুদ্রাস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা
সাধারণ ভোক্তা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
অতিরিক্ত ভ্যাট ও করের বোঝা
আরও পড়ুন:
নতুন পে স্কেল ২০২৬: দেশের অর্থনীতির জন্য এটি কি আশীর্বাদ না আতঙ্ক?
নতুন পে স্কেল ২০২৬ বাস্তবায়নের প্রস্তাব সরকারি চাকুরিজীবীদের জন্য বড় সুখবর হলেও, দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে এটি বেশ কিছু জটিল চ্যালেঞ্জ তৈরি করেছে। অর্থনীতিবিদদের বিশ্লেষণ অনুযায়ী, এই বিশাল বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান ৫টি ঝুঁকি নিচে তুলে ধরা হলো:
ঝুঁকির ধরন (Risk Type) মূল প্রভাব (Key Impact) ভুক্তভোগী (Affected Stakeholders) বাজার ঝুঁকি অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ ভোক্তা ও মধ্যবিত্ত শিল্প ঝুঁকি বেসরকারি খাতের উৎপাদন স্থবিরতা শিল্প উদ্যোক্তা ও বেসরকারি শ্রমিক আর্থিক ঝুঁকি বিশাল অংকের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ জাতীয় অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্ম সামাজিক ঝুঁকি আয় বৈষম্য ও জনমনে অসন্তোষ স্বল্প আয়ের সাধারণ মানুষ
আরও পড়ুন:



