জানুয়ারির শেষ দিকে শুরু হচ্ছে সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ

সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের লোগো
সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের লোগো | ছবি: সংগৃহীত
0

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের এবারের মৌসুমে অংশ না নেয়া আট ক্লাবের খেলোয়াড়দের নিয়ে ‘সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ’ নামে নতুন এক টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৭ জানুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি।

সিঙ্গেল লিগ পদ্ধতিতে ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল সরাসরি ফাইনাল খেলবে।

দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় ও অগ্রণী নামে দলের নামকরণ করেছে বিসিবি। প্রতি দলের স্কোয়াডে ১৫ জন ক্রিকেটার ও একজন করে স্ট্যান্ডবাই থাকবেন।

আরও পড়ুন:

পিকেএসপির দুটি মাঠ, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ এবং পূর্বাচলের দুটি মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এ প্লাস, এ, বি ও সি-এ চার ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভাগ করা হয়েছে। গ্রেড অনুযায়ী প্রত্যেককে পারিশ্রমিক ও ম্যাচ ফি প্রদান করবে বিসিবি।

এফএস