ব্যাটিং ও বোলিংয়ে দেশি ক্রিকেটারদের আধিপত্য
দেশের ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে জমজমাট আর রোমাঞ্চকর বিপিএল। ব্যাটারদের চার ছক্কার ফুলঝুড়ি আর বোলারদের রিভার্স সুইং, কখনো আবার ইনসুইং, আউট সুইং, ইয়র্কার স্টাইলের বোলিংয়ে দর্শকদের চোখ যেন এক মাস আটকে ছিলো সেখানেই। এক মাসের ক্রিকেটীয় লড়ায়ের মধ্য দিয়ে শেষ হওয়া এবার বিপিএলে বিদেশিদের থেকে দেশিয় ক্রিকেটারদের আধিপত্য ছিলো তুলনামূলক বেশি।
ব্যাট হাতে দেশি ব্যাটারদের রান উৎসব
ব্যাটিংয়ে দাপট দেখিয়ে শীর্ষ পাঁচে নাম আছে বেশিরভাগই দেশিদের। সর্বোচ্চ রান করে এবারের আসরের টপে রয়েছেন সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন। ১২ ম্যাচে ৩৯৫ রান করেছেন তিনি। টপ অর্ডার এ ব্যাটার সেঞ্চুরি না থাকলেও অর্ধশতক করেছেন তিনটি। ইমনের পরেই আছেন রংপুরের তাওহীদ হৃদয়। ১১ ম্যাচে তার রান ৩৮২, ব্যক্তিগত সর্বোচ্চ রান ১০৯। সেঞ্চুরির পাশাপাশি তিনটি হাফ সেঞ্চুরিও রয়েছে তার।
আরও পড়ুন:
তানজিদ তামিম ও নাজমুল শান্তর উজ্জ্বল পারফরম্যান্স
ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করে দলের জয়ে অনবদ্য অবদান রাখা তানজিদ হাসান তামিম রয়েছেন তিনে। ঠিক তার নিচেই অবস্থান চ্যাম্পিয়ন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। শীর্ষ ৫ এর মধ্যে বিদেশি হিসেবে আছেন রংপুর রাইডার্সের হয়ে খেলা ডেভিড মালান। পাওয়ার হিটিংয়ে সমস্যায় ভুগতে থাকা বাংলাদেশের ব্যাটারদের ওভার বাউন্ডারি মারার দিক দিয়েও এগিয়ে রয়েছেন তনজিদ হাসান, ইমনরা।
শরীফুলের বিশ্বরেকর্ড ও বোলিংয়ে নতুন কীর্তি
বিগত আসরগুলোতে বোলিংয়ে বিদেশিরা তাণ্ডব করলেও এবার সে জায়গা দখল করেছে শরীফুল নাসুম আহমেদরা। এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন শরীফুল ইসলাম। রানার্সআপ চট্টগ্রাম রয়্যালসের শরিফুল ইসলাম ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়ে এ কীর্তি গড়েছেন। তার সেরা বোলিং ৯ রানে ৫ উইকেট। গত আসরে তাসকিন আহমেদের ২৫ উইকেটের রেকর্ড ছাপিয়ে নতুন কীর্তি গড়েন এই পেসার।
শীর্ষ পাঁচ বোলারের তালিকা ও আগামীর প্রত্যাশা
১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা নাসুম আহমেদ। তালিকার তিনে আছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটার বিনুরা ফার্নান্দে। দুর্দান্ত বল করে ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে তালিকার মধ্যে রয়েছেন রিপন এবং নোয়াখালী এক্সপ্রেসের হাসান মাহমুদ ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়ে চতুর্থ সেরা।
বিপিএলের মতো জাতীয় দলেও ক্রিকেটারদের পারফরম্যান্স থাকলে বিশ্বকাপের মতো বড় বড় আসরগুলোতে সাফল্য পাওয়া যাবে।
আরও পড়ুন:
বিপিএল ২০২৬: দেশি ক্রিকেটারদের রাজত্ব, একনজরে ব্যাটে-বলে বিপিএলের সেরা পাঁচ (Top Performers Card)
ক্রমিক
খেলোয়াড়ের নাম (দল)
ম্যাচ
রান/উইকেট
সেরা সাফল্য
🏏 সেরা ৫ ব্যাটার (Top 5 Batsmen)
১
পারভেজ হোসেন ইমন (সিলেট)
১২
৩৯৫
৩ ফিফটি (সর্বোচ্চ ৬৫)
২
তাওহীদ হৃদয় (রংপুর)
১১
৩৮২
১ সেঞ্চুরি, ৩ ফিফটি
৩
তানজিদ হাসান তামিম (রাজশাহী)
১৩
৩৫৬
১ সেঞ্চুরি, ১ ফিফটি
৪
নাজমুল হোসেন শান্ত (রাজশাহী)
১৩
৩৫৫
১ সেঞ্চুরি, ১ ফিফটি
৫
ডেভিড মালান (রংপুর)
৯
৩০০
৩টি ফিফটি
⚾ সেরা ৫ বোলার (Top 5 Bowlers)
১
শরীফুল ইসলাম (চট্টগ্রাম)
১২
২৬
সেরা বোলিং ৯/৫ (রেকর্ড)
২
নাসুম আহমেদ (সিলেট)
১২
১৮
সেরা বোলিং ৭/৫
৩
রিপন মন্ডল (রাজশাহী)
৮
১৭
সেরা বোলিং ১৩/৪
৪
হাসান মাহমুদ (নোয়াখালী)
১০
১৬
সেরা বোলিং ২৬/৪
৫
বিনুরা ফার্নান্দো (রাজশাহী)
১১
১৬
সেরা বোলিং ১৯/৪





