বিপিএল দ্বাদশ আসরের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

রাজশাহী ওয়ারিয়র্স
রাজশাহী ওয়ারিয়র্স | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে বিপিএলের দ্বাদশ আসরের শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে এটি রাজশাহীর দ্বিতীয় শিরোপা।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। মাত্র ৭২ রানে দলের অর্ধেক ব্যাটাররা সাজঘরে ফিরলে রাজশাহীর জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন মির্জা বাইগ। ৩ উইকেট নিয়ে রাজশাহীর সেরা বোলার হাসান মুরাদ। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীকে ভালো সূচনা এনে দেন শাহিবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম।

চট্টগ্রামের ফিল্ডারদের একেরপর এক ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে ইনিংসের শেষদিকে ৬১ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান তামিম।

এছাড়া ফারহান, উইলিয়ামসন, নিশাম ও শান্তর চোট ছোট অবদানে বড় পুঁজি নিশ্চিত হয় রাজশাহীর। এর আগে বিপিএলের সপ্তম আসরে প্রথমবার শিরোপার স্বাদ পেয়েছিল রাজশাহী।

এএইচ